আমাদের সম্পর্কে


DeltaVix Limited

একটি আধুনিক EdTech প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে দক্ষ, যোগ্য

এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ করা। আমরা বিশ্বাস করি, শিক্ষা

শুধু সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং এটি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের একটি

শক্তিশালী মাধ্যম।


আমাদের অধীনে রয়েছে -

#-01. Ambition Academic & Admission Coaching – Sylhet Branch

#-02. DeltaVix Technical Institute (NSDA Affiliate Course)

#-03. QBit IT and Engineering Institute (BTEB Affiliate Course)

#-04. Industrial Training Programs (For Technical & Polytechnic Students)


Professional Courses -

#-01. Graphics Design (Basic to Advanced)

#-02. Computer Networking

Graphics Design, Computer Networking, Python Programming,

Digital Marketing, Web Design & Development, IT Support Technisian,

EIM (Level 1-3), House Wiring (Level 1-3) ইত্যাদি


সময়ের চাহিদা অনুযায়ী, আমরা শিক্ষার্থীদেরকে শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, বরং

প্রফেশনাল দক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুত প্রদান করে থাকি। সম্প্রতি, প্রশাসনিক জটিলতা

ও অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা বিবেচনায় আমর QBit IT and Engineering Institute

(BTEB অনুমোদিত প্রতিষ্ঠান) কে DeltaVix পরিবারের সঙ্গে যুক্ত করেছি। এর ফলে

শিক্ষার্থীরা সরকারি অনুমোদিত সার্টিফিকেটসহ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে।


আমাদের লক্ষ্য হলো—

  • আধুনিক প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করা
  • দক্ষ জনশক্তি তৈরি করা
  • শিক্ষার্থীদেরকে স্থানীয় ও বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখা


DeltaVix Limited

Where Innovation Meets Education.